ভারতের বিপক্ষে খেললেই আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় : সাকিব


ঢাকা : বাংলাদেশ-ভারত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার অধিনায়ক সাকিব আল হাসান। জয়ের এতো কাছে গিয়েও ভারতের বিপক্ষে কেনো জিততে পারলেন না, সেই হিসেব মেলাতে পারছেন না সাকিব।

বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে মাত্র ৫ রানে হেরেছে বাংলাদেশ।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ভারতের বিপক্ষে খেললেই আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের।

ম্যাচোত্তর অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক সাকিব বলেন, ‘ভারতের বিপক্ষে খেললেই এমন হয়। এটাই নিয়তি। আমরা খুব কাছাকাছি চলে যাই, কিন্তু জিততে পারি না।

তিনি আরও বলেন, দারুণ একটি ম্যাচ ছিল। দর্শকরা খুবই উপভোগ করেছেন, আমরাও উপভোগ করেছি। দিনশেষে কেউ জেতে কেউ হারে।’

লিটন দাসের ব্যাটিংয়ে মুগ্ধ সাকিব বলেন, ‘লিটন সত্যিই দুর্দান্ত ব্যাটিং করেছেন, সে আমাদের সেরা ব্যাটার। পাওয়ার প্লেতে সে যেভাবে ব্যাট করেছে, ভেবেছিলাম ম্যাচটি আমরা জিতব।’