
চট্টগ্রাম : প্রায় ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ৯ম বারের মতো মাইজভান্ডারী ফাউন্ডেশন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিআইআরআই) উদ্যোগে শুক্রবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২২।
গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মাওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর (ম.) পৃষ্ঠপোষকতায় ও গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন, মাইজভান্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিআইআরআই’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর (ম.) সার্বিক তত্ত্বাবধানে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
করোনা পরিস্থিতির কারণে শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত মোট ১ ঘণ্টা ২০ মিনিট অনলাইনে অনুষ্ঠিত হবে এই গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা।
গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। পরীক্ষায় অংশগ্রহণের নিয়মাবলী ইতোমধ্যে তিন ধাপে নিবন্ধিত শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে।
কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সময় কোনো সমস্যার সম্মুখীন হলে তা সমাধানে চট্টগ্রামের খুলশীস্থ মাইজভান্ডারী খানকা শরীফ ও ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে দুইটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। কোনো শিক্ষার্থী সমস্যার সম্মুখীন হলে যোগাযোগের নাম্বারসমূহ হলো: ০১৮৪৪০৪২২২২; ০১৮৪৪০৪২২১১; ০১৬১০৯২৬৯০৬; ০১৬৪৬২২২৯০২; ০১৮৭৭৭২৫৩০০।
গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণি, মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি, ইবতেদায়ী মাদরাসার ৪র্থ ও ৫ম শ্রেণি এবং দাখিল মাদরাসার ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির মোট ৯,৬২৯ শিক্ষার্থী নিবন্ধন করেছে। নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ১০ শতাংশ শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে।
উল্লেখ্য, মেধা বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের নিবন্ধন ও সার্বিক সহযোগিতা প্রদানের নিমিত্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়সহ বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অনুরোধ করে চিঠি দিয়েছেন।
শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন ও মেধা বিকাশের লক্ষ্যে ২০১৪ সাল থেকে গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি দিয়ে আসছে মাইজভান্ডারী ফাউন্ডেশন।
