ফেনীতে একরাম হত্যার আসামি বন্দুকযুদ্ধে নিহত

চট্টগ্রাম: ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোহেল ওরফে রুটি সোহেল নামে একজন সন্ত্রাসী নিহত হয়েছেন। রোববার গভীর রাতে বিরিঞ্চি গ্রামের হ্যাঙ্কার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল ওরফে রুটি সোহেল ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার আসামি। তিনি বিরিঞ্চি গ্রামের হ্যাঙ্কার বাড়ি এলাকার বাসিন্দা।

র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) আমিরুল্লা বলেন, বিরিঞ্চি এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র‍্যাব সদস্যরা সেখানে যান। ডাকাতরা র‍্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে সোহেল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। ঘটনাস্থল থেকে র‍্যাব সদস্যরা বিদেশি একটি পিস্তল, একটি রিভলবার ও গুলি উদ্ধার করে।

তিনি বলেন, নিহত সোহেল ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে এই হত্যাসহ আটটি মামলা ছিল। এ ছাড়াও অনেক অভিযোগ ছিল।