চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. ইছমাইল (৪৬) নামে সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে পূর্ব গহিরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইছমাইল আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা হাড়িয়া পাড়া গ্রামের মরহুম নুরুচ্ছফার ছেলে।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, পূর্ব গহিরা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন এক সাবেক ইউপি সদস্য। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
