চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে দ্রুতগামী বাসের ধাক্কায় তাজুল ইসলাম (৩৫) নামে বাংলাদেশ বিমান বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে পতেঙ্গা থানার জিএম গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
পতেঙ্গা থানার ওসি আবুল কাসেম ভুইঁয়া বলেন, বিমান বাহিনীর করপোরাল তাজুল ইসলাম স্টীলমিল বাজার থেকে বিমান বাহিনীর ঘাঁটিতে ফেরার পথে দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে।
