চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে ৩৯ হাজার ইয়াবাসহ মোঃ আব্দুর রশিদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সিটি গেইটস্থ আলমাস সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রশিদ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মহেশখালীয়া পাড়ার মোঃ ইসমাইলের ছেলে।
আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৯ হাজার ইয়াবাসহ আব্দুর রশিদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ জানিয়েছে, ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করা হয়েছে। মাহবুবুল আলম নামের এক ব্যক্তিকে সাথে নিয়ে ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তারা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
