চট্টগ্রামে এক নারীসহ দু’জনের কারাদণ্ড

চট্টগ্রাম: মাদক বিক্রির দায়ে এক নারীসহ দু’জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এই রায় দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শামসুল আলম ও মোছাম্মাৎ নুরুচ্ছফা বেগম। তারা বর্তমানে পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গত এক বছর আগে নগরীর কর্নফুলী সেতু এলাকায় ১৪০০ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মামলায় অপরাধ প্রমাণিত হওয়ার উভয়কে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের অনুপস্থিতিতে আদালত এ রায় দেন।