চট্টগ্রাম: অবকাঠামোগত সংস্কারের জন্য বন্ধ রাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলো আগামীকাল বুধবার খুলে দেওয়া হচ্ছে।
এরআগে হলগুলো সংস্কারের কথা জানিয়ে গত ৮ জুন সব আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর থেকেই এসব আবাসিক হল বন্ধ ছিল।
বিশ্ববিদ্যালয়ে সূত্র জানায়, গত ৮ জুন আবাসিক শিক্ষার্থীরা হল ছাড়ার পর হলগুলো পরিদর্শন করে অবকাঠামোগত সংস্কারের জন্য কাজ শুরু করে কর্তৃপক্ষ। কাজ শেষে আবাসিক হলগুলোর সকল কক্ষ সিলগালা করে দেওয়া হয়। পাশাপাশি আবাসিক হলে বরাদ্দকৃত আসনের শিক্ষার্থীদের হল প্রশাসনের অনুমতি নিয়ে ছুটি শেষে সিলগালা খুলার নির্দেশ দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ৮টা থেকে হলের বৈধ শিক্ষার্থীরা তাদের বরাদ্দকৃত কক্ষে উঠতে পারবেন।
এদিকে পূর্বঘোষণা অনুযারী হলগুলো খুলার পাশাপাশি বুধবার থেকে বিশ্ববিদ্যালয় রূটে চলাচলকারী শাটল ও ডেমু ট্রেনও নির্ধারিত সময়সূচীতে চলাচল শুরু করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন জানান, বুধবার সকাল ৮টা থেকে আবাসিক হলের বৈধ শিক্ষার্থীরা তাদের বরাদ্দকৃত কক্ষে উঠতে পারবে। এছাড়াও একইদিনে শাটল ও ডেমু ট্রেন স্বাভাবিক নিয়মে চলাচল শুরু করবে।
