চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী ফরিদ গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. ফরিদকে (৩৮) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার ব্যাংক পাহাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. ফরিদ নগরের বায়েজিদ আবাসিক এলাকার ডা. এসএম কামাল উদ্দিনের ছেলে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, বায়েজিদ আবাসিক এলাকায় বাসা হলেও ফরিদ বাংলাবাজার ব্যাংক পাহাড়ে একটি আস্তানা গড়ে তুলেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২০০ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, ফরিদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অভিযেগে সাতটি মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা হয়েছে।