চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ার ভেল্লাপাড়া সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ২০ ফুট নিচে খাদে পড়েছে একটি বাস। এতে কমপক্ষে ৩৭ জন পোশাকশ্রমিক আহত হয়েছেন। বুধবার সকাল সোয়া আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহত ৩৭ শ্রমিকদের মধ্যে ৩৪ জনই নারী শ্রমিক। তারা সবাই পটিয়ার পাঁচুরিয়া এলাকা কোহিনুর অ্যাপারেলসের শ্রমিক। এদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর। আহত শ্রমিক বিলকিস (২৫) ও মৌসুমিকে (১৮) নিউরোসার্জারি বিভাগে এবং সালমাকে (২৫) অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক এ বি এম মিজানুর রহমান বলেন, নগরের কালামিয়া বাজার থেকে পটিয়ার পাঁচুরিয়া এলাকায় কোহিনুর অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় যাচ্ছিলেন আহতরা। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, আহত ৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২০ জনকে ভর্তি করা হয়েছে ক্যাজুয়ালটি ওয়ার্ডে। তাদের বেশির ভাগই হাত, পা, মুখ ও কোমরে ব্যথা পান। আহতরা শঙ্কামুক্ত বলে চিকৎিসকরা জানিয়েছেন।
