চট্টগ্রাম: চট্টগ্রামে ছুরিকাঘাত ও গুলিতে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী নিহতের ঘটনায় পুলিশ সদস্যদের মনোবল ভাঙবে না বলে জানিয়েছেন পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী।
রোববার বিকেলে নগরীর জিইসি মোড়ের বাসায় বাবুল আক্তারের সাথে দেখা করার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জাবেদ পাটোয়ারী বলেন, এটা সত্যি যে, হামলাটি হয়েছে পুলিশের মনোবল ভাঙ্গার জন্য। কিন্তু পুলিশ একটি পেশাদার বাহিনী। পুলিশের মনোবল ভাঙবে না। এ ঘটনা তদন্তে ইতোমধ্যে সব সংস্থা নেমে পড়েছেন। জড়িতদের শিগগির ধরে ফেলবো। কারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং কারা জড়িত তা বের করা হবে।
তিনি আরও বলেন, বাবুল আক্তার একজন পরিশ্রমী, সৎ ও মেধাবী পুলিশ অফিসার। জঙ্গিসহ অপরাধিদের বিরুদ্ধে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সদর দফতরের ডিআইজি (প্রশাসন) বিনয় কৃষ্ণ বালা, পিবিআই এর ডিআইজি বনজ কুমার মজুমদার, সিএমপি কমিশনার ইকবাল বাহার, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টচার্য্য প্রমুখ।
