‘বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছে ভিয়েতনাম’

চট্টগ্রাম: বাংলাদেশের বিশেষ অর্থনীতি অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের জন্য ভিয়েতনামের বিনিয়োগকারীদের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ত্রান ভান খোয়া।

বুধবার দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। চট্টগ্রাম চেম্বারের কর্মকর্তাদের সাথে এই মতবিনিময় সভা হয়।

বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রান ভান খোয়া বলেন. প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও উভয় বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক সন্তোষজনক নয়। তাই বাংলাদেশের অর্থনীতির সাফল্য ও বাণিজ্যিক কর্মকান্ড বৃদ্ধির ফলে বিপুল ভিয়েতনামী বিনিয়োগকারী বিশেষ অর্থনীতি অঞ্চল ও হাইটেক পার্কে যৌথ বিনিয়োগের পরিকল্পনা করছে।

চট্টগ্রাম চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ জামাল আহমেদ বলেন, চট্টগ্রামের মিরসরাই ও আনোয়ারায় নির্মাণাধীন বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে একক অথবা যৌথভাবে বিনিয়োগের জন্য ভিয়েতনামের ব্যবসায়ীদের আকৃষ্ট করতে রাষ্ট্রদূতের উদ্যোগ কামনা করছি। এটা উভয়দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভিয়েতনামে ব্যবসা করতে আগ্রহী বাংলাদেশী ব্যবসায়ীদের সে দেশে ভ্রমণ ভিসা ব্যবস্থাকে সহজীকরণের জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান সৈয়দ জামাল আহমেদ।

সভায় বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি এস. এম. রহমান, চট্টগ্রাম চেম্বারের পরিচালক এ. কে. এম. আক্তার হোসেন, মো. রকিবুর রহমান (টুটুল), অঞ্জন শেখর দাশ, মো. জাহেদুল হক, সদ্য বিদায়ী পরিচালক মাহফুজুল হক শাহ ও দূতাবাসের থার্ড সেক্রেটারী ত্রান ব্য সন বক্তব্য রাখেন।

এ সময় চেম্বার পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, মোহাম্মদ হাবিবুল হক, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), এম. এ. মোতালেব, সরওয়ার হাসান জামিল, হাসনাত মোঃ আবু ওবাইদা, মোঃ আবদুল মান্নান সোহেল, রাষ্ট্রদূত’র সহধর্মিনী ফাম থাই মিন দিপ ও কনস্যুলার সেকশনের এ্যাটাচে চার্জ লা মাই ফুং উপস্থিত ছিলেন।