চট্টগ্রাম: জমি বন্দোবস্ত পাওয়ার ২৪ বছর পর বুধবার ১০ মিনিটের মধ্যেই খতিয়ান পেয়ে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কবির আহমদ বললেন, ‘এটি সম্পূর্ণ অলীক ব্যাপার!’
সীতাকুণ্ডের কুমিরার কোর্টপাড়ার বাসিন্দা কবির আহমদের নামে ১৭ শতক খাস জমি বন্দোবস্ত হয়েছিল ১৯৯৩ সালে। বন্দোবস্ত মামলামূলে তার নামে খতিয়ান সৃজিত হয় ওই বছরের ৩ সেপ্টেম্বর। এরপর ভূমি অফিসে দৌড়ঝাঁপ শুরু করেও খতিয়ান পাননি কবির আহমদ।
সম্প্রতি কবির আহমদ জানতে পারেন সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিসের বর্তমান সহকারী কমিশনার রুহুল আমিন দ্রুত সেবা দিচ্ছেন। একই সঙ্গে দূর হয়েছে ভূমি অফিসের হয়রানিও। এরপর বুধবার (৫ জুলাই) সকালে ভূমি অফিসে গিয়ে খতিয়ান পেয়ে গেলেন কবির আহমদ।
মাত্র ১০ মিনিটের মধ্যেই খতিয়ান পেয়েছেন উল্লেখ করে কবির আহমদ লিখেছেন ‘ভূমি অফিসে সেবা প্রাপ্তিতে আমার প্রতিক্রিয়া’ শীর্ষক একটি লেখা! এতে তিনি উল্লেখ করেন, ‘এটি সম্পূর্ণ অলীক ব্যাপার। ভূমি অফিসে সচরাচর যা হয় তার থেকে সম্পূর্ণ আলাদা একটি ঘটনা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন ঘটালেন।’
সহকারী কমিশনার রুহুল আমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লিখেছেন, ‘আমি তার সততা, ন্যায়-নিষ্ঠার জন্য তার দীর্ঘজীবন কামনা করছি। প্রত্যেক ভূমি অফিসে যদি এরকম সৎ অফিসার থাকতো তাহলে নিরীহ মানুষ এত কষ্ট পেতো না এবং বাংলাদেশের রূপও বদলে যেত।’
এ বিষয়ে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কবির আহমদ বলেন, ‘ভূমি অফিসে খতিয়ান চাইতে গেলে তারা বলতো ফাইল নেই। কেউ কেউ আবার বলেছিলেন, টাকা দিয়ে ম্যানেজ করতে। কিন্তু আমি সৎভাবে চাকরি করা মানুষ। তাই আমি এতদিন সে পথে যাইনি।’
জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন বলেন, ‘২৪ বছর ধরে খতিয়ান পাচ্ছেন না জানার পর আমি সাথে সাথে তৈরী করে দিয়েছি। তিনি আমার জন্য প্রাণভরে দোয়া করলেন।’
‘আমার পাওনা আমি পেয়ে গেলাম। একজন এসি ল্যান্ডের এর চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না।’ যোগ করেন আলোচিত এই সরকারী কর্মকর্তা।
