বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর ৫নং ওয়ার্ড খোকনের বাড়িতে খালেদ মাহমুদের ফাঁকা ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা বেড়ানো শেষে বাড়ি ফিরে এ ঘটনা দেখতে পান। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. হাছান চৌধুরী জানান, সোমবার সন্ধ্যার দিকে খালেদ মাহমুদের পরিবারের সকল সদস্য তাদের আত্নীয়ের বাড়িতে বেড়াতে যান। পরদিন সন্ধ্যার দিকে ঘরে ঢুকে পরিবারের তিন বউয়ের থাকার ঘরের আলমারি ভাঙা দেখতে পান। এসময় চোরের দল নগদ ৩ লক্ষ টাকা ও ৩৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যান।
ঘটনাস্থলে পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, চোরের দল সিঁড়িঘরের টিনের ছাউনি তুলে সুকৌশলে ঘরে ঢুকে রক্ষিত স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে।
জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মহিউদ্দিন সুমন জানান, ঘর ফাঁকা পেয়ে চোরেরা এ চুরির ঘটনা ঘটিয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।