চট্টগ্রাম বন্দরে অচল গ্যান্ট্রি ক্রেনের মেরামত শুরু

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজের ধাক্কায় চিটাগাং কনটেইনার টার্মিনালের (সিসিটি) অচল গ্যান্ট্রি ক্রেন দুটির মেরামত কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় জাপানের মিৎসুবিশি কোম্পানির তিন বিশেষজ্ঞের তত্ব¦াবধানে বন্দরে গ্যান্ট্রি ক্রেন দুটির মেরামত কাজ শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন বন্দরের কর্মকর্তারা, শিপিং এজেন্ট প্রতিনিধি, বীমা কোম্পানির প্রতিনিধি ও গ্যান্ট্রি ক্রেন দুটি সরবরাহকারী প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে গত ২৬ জুন বিকেলে এমভি এক্সপ্রেস সুয়েজ নামের একটি বিদেশী জাহাজ জেটিতে ধাক্কা দেয়। এতে জেটির ওপর রেল ট্র্যাকে থাকা দুটি ক্রেন ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে তিন নম্বর গ্যান্ট্রি ক্রেন রেল ট্র্যাক থেকে বেঁকে সরে যায়। চার নম্বর গ্যান্ট্রি ক্রেনের একাংশ ভেঙে যায়। দুর্ঘটনার পর থেকে এই জেটি অচল হয়ে আছে।