চট্টগ্রামে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পটিয়া থানার কাছে একটি মার্কেটের সামনে থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ জানান, খবর পেয়ে আনুমানিক ৭০ বছর বয়সী ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে লুঙ্গি ও ফতুয়া রয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নাই। ধারণা করছি তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।