চট্টগ্রাম: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতু খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। রোববার রাতে উপ-পরিদর্শক ত্রিরতন বড়ুয়া বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় তিনজনের বিবরণ উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
নগর পুলিশের সহকারি কমিশনার (পাঁচলাইশ জোন) আসিফ মাহমুদ বিষয়টি জানিয়েছেন।