
খেলাধুলা ডেস্ক : ঈশান কিশানের ডাবল সেঞ্চুরি অপরদিকে কোহলির শতকে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে পাহাড়সমান রান করে ৪১০ রানের লক্ষ্য বেধে দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারাতে থাকা টাইগাররা আর ম্যাচে ফিরতে পারেনি। ফলে লোকেশ রাহুলদের বিপক্ষে ২২৭ রানের হারলো টাইগাররা।
লক্ষ্যটা পাহাড়সমান রানের। অপরদিকে হোয়াইটওয়াশের হাতছানিও সামনে। এমন সমীকরণে ভারতের বেঁধে দেওয়া ৪১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ভাল সূচনা করলেও হোঁচট খায় বাংলাদেশ।
অক্ষর প্যাটেল বলে ইনিংসের চতুর্থ ওভারে আউট হয়ে সাজঘরে ফেরেন ডানহাতি ব্যাটার আনামুল হক বিজয়। এরপর লিটন ও সাকিব উইকেটে টিকে থেকে রান তুলতে থাকলেও। সিরাজের করা অষ্টম ওভারে ক্যাচ দিয়ে মাঠ ছাড়ে লিটন দাস। আরো একবার দারুণ শুরু করেও ইনিংস বড় করতে ব্যর্থ লিটন। ৪ চার আর ১ ছক্কায় ফিরেন ২৬ বলে ২৯ রান করে।
অপরদিকে তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে লড়াই শুরু করতে চেয়েছিলেন সাকিব। তবে ১৩ বলে ৭ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি।
সাকিব আল হাসান শুরুর দিকে কিছুটা ভুগছিলেন। কিন্তু পরে মনে হচ্ছিল ভালো একটা ইনিংস আসতে পারে তার ব্যাট থেকে। কিন্তু ৪ চারে ৫০ বলে ৪৩ রান করে আউট হয়ে যান তিনিও। এই রান করেই দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রাহক হয়ে থেকেছেন তিনি। ভারতের পক্ষে ৫ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর। দুই উইকেট করে পেয়েছেন অক্ষর প্যাটেল ও উমরান মালিক।
