
চট্টগ্রাম : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট টাইগাররা হারতে চলেছে তা অনুমেয় ছিল। চতুর্থ দিন শেষে ৫১৩ রানের পাহাড়সম লক্ষ্য টপকাতে বাংলাদেশের প্রয়োজন ছিল আরো ২৪১ রান হাতে ছিল মাত্র ৪ উইকেট।
আজ চট্টগ্রামে পঞ্চম দিনের প্রথম সেশনে এক ঘণ্টাও ব্যাট করতে পারেনি সাকিব আল হাসানের দল। নিজেদের দ্বিতীয় ইনিংসে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩২৪ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। আর তাতেই ১৮৮ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত ২১৫ রানের বেশি তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। টেস্টে চতুর্থ ইনিংসে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ৪১৩ রান। সাগরিকায় ভারতের দেওয়া ৫১৩ রানের লক্ষ্য টপকাতে হলে টাইগারদের ইতিহাস রচনা করতে হবে। এমন সমীকরণকে মাথায় রেখে প্রথম টেস্টের চতুর্থ দিনে ভারতের শক্তিশালী বোলিং লাইন আপকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যাট করেছিল অভিষিক্ত ওপেনার জাকির হাসান।
দুই ওপেনার নাজমুল হাসান শান্ত ও জাকিরের ব্যাটে শতরানের জুটিতে আশায় বুক বেঁধে ছিল স্বাগতিকরা।
বিস্তারিত আসছে…
