
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান চায়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন মন্তব্য করেছেন। পুতিনের মতে, এ রুশ-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি হবে কূটনীতিকভাবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আতিথ্য দেওয়ার এক দিন পর পুতিন এমন মন্তব্য করেছেন। অন্যদিকে জো বাইডেন জেলেনস্কিকে মার্কিন সমর্থন অব্যাহত ও অটুট রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
শুক্রবার রয়টার্সের প্রতিবেদন অনুসারে জানা গেছে যে পুতিন বলেছেন, সামরিক সংঘর্ষ আরও তীব্র করা আমাদের লক্ষ্য নয়। বরং, আমরা চাই এ যুদ্ধের অবসান হোক। আমরা এ সংঘাতের অবসানের জন্য চেষ্টা করব। যত দ্রুত এ যুদ্ধ সমাপ্ত হবে, ততই এটা ইতিবাচক ফল বয়ে আনবে।
পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমি অনেকবার বলেছি যে তীব্র শত্রুতা অযৌক্তিক ক্ষতির দিকে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘সমস্ত সশস্ত্র সংঘাত কোনো না কোনোভাবে কূটনীতিক পথে আলোচনার মাধ্যমে শেষ হয়। শীঘ্রই বা কিছু সময় পর যুদ্ধের মধ্যেই কোনো একটি পক্ষ (যুদ্ধবিরতি) চুক্তি করে। যারা আমাদের বিরোধিতা করে তারা যত তাড়াতাড়ি এই বিষয়টা উপলব্ধি করবে, ততই মঙ্গল হবে। আমরা শান্তির পথ ছেড়ে দেইনি।
রুশ কর্তৃপক্ষ বলছে, ‘ইউক্রেন আলোচনা করতে চায় না।’
অপরদিকে কিয়েভ বলেছে যে রাশিয়াকে অবশ্যই তাদের আক্রমণ বন্ধ করতে হবে এবং তাদের দখল করা সমস্ত ইউক্রেনীয় অঞ্চল ছেড়ে দিতে হবে। কিন্তু, রাশিয়া রুশ জনগোষ্ঠী অধ্যুষিত ইউক্রেনীয় অঞ্চল ছেড়ে যেতে চায় না।
