
চট্টগ্রাম : চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘রেইনবো ফাউন্ডেশন’ এর রেইনবো মেধাবৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সাতকানিয়ার তুলাতলী আইডিয়্যাল স্কুল এবং রাঙ্গামাটির কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যৌথভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় তৃতীয় থেকে অষ্টম শ্রেণির প্রায় ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
রেইনবো ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী পরীক্ষা কমিটির চেয়ারম্যান এবং সেলিম উদ্দিন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. দিলীপ চৌধুরী, জুনাইদুল হক, আরিফুল হক কাইছার, আইয়ুব আলী ফাউন্ডেশনের সভাপতি সোহেল সিকদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এবং রেইনবো মেধাবৃত্তি প্রকল্পের আহ্বায়ক তাফহিমুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরীক্ষা কার্যক্রমে ফাউন্ডেশনের সদস্যদের সার্বিক সহযোগিতা করে আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ স্কাউট টিম।
প্রসঙ্গত, রেইনবো ফাউন্ডেশন চট্টগ্রামভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যেটি ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছায় রক্তদান, ফ্রি চিকিৎসা ক্যাম্প, মেধাবৃত্তি পরীক্ষা, বন্যার্তদের সহযোগিতা ও শীতবস্ত্র বিতরণসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
একুশে/প্রেস বিজ্ঞপ্তি
