বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পাচ্ছেন কর্ণফুলীর মোহাম্মদ হারুন

মোর্শেদ নয়ন : কৃষি খাতে অসামান্য অবদান রাখায় রাষ্ট্রীয় পুরষ্কার ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক’ পাচ্ছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহার সন্তান মোহাম্মদ হারুন প্রকাশ নেভী হারুন৷

চট্টগ্রাম জেলা থেকে ডেইরী শিল্পে বিশেষ অবদান রাখায় তিনি ব্রোঞ্জ ক্যাটগরিতে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক’ ১৪২১/১৪২২ বঙ্গাব্দ এর জন্য মনোনীত হয়েছেন।

এ পদকের মূল্যমান হিসেবে একটি ব্রোঞ্জ পদক ও নগদ ২৫ হাজার টাকা পাবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ডেইরী এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হারুন।

জানা যায়, চট্টগ্রাম থেকে রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরীও একই ক্যাটাগরিতে এই পদক পাবেন।

চলতি মাসের ১৬ সকাল ১০টায় ঢাকা ওসমানি স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক’ বিতরণ করবেন।

প্রতি বছর কৃষিখাতে দশটি ক্ষেত্রে জাতীয়ভাবে বিশেষ অবদান রাখায় তিন ক্যাটাগরিতে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক’ প্রদান করা হয়। এ পদকের মূল্যমান একটি ন্বর্ণ পদক ও নগদ ১লক্ষ টাকা, একটি রৌপ্য পদক ও নগদ ৫০ হাজার টাকা, একটি ব্রোঞ্জ পদক ও নগদ ২৫ হাজার টাকা।

পটিয়া উপজেলা প্রাণিসম্পদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা রঘুনাথ সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।