চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার দুপুরে বাবুল আক্তার বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেছেন। এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। তবে ওই চারজনের পরিচয় ও তাদের কোথা থেকে, কখন ধরা হয়েছে- তা জানায়নি পুলিশ।
পুলিশ সূত্র জানায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে নগরীর বাদুরতলা রোডের বড় গ্যারেজ এলাকার সাত্তার ম্যানসনের সামনে থেকে একটি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। রাতে টহল দেওয়ার সময় সড়কের পাশে রাখা মোটরসাইকেলটি দেখেন পাঁচলাইশ থানার এসআই রবিউল। পরে ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে, মোটরসাইকেলটি মিতু হত্যায় ব্যবহৃত হয়েছিল। এরপর মোটরসাইকেলটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার জানান, এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় সোমবার দুপুরে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। কয়েকজন অজ্ঞাতনামাকে আসামি করে বাবুল আক্তার এ মামলা করেছেন। মামলাটি তদন্তের জন্য নগর গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের ক্ষেত্রে অন্যান্য সংস্থাগুলো গোয়েন্দা পুলিশকে সহযোগিতা করবে।
কমিশনার বলেন, ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিকের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তারা এ ঘটনায় সম্পৃক্ত কি-না তা এখনই বলা যাচ্ছেনা। জিজ্ঞাসাবাদ শেষে যদি কোন তথ্য পাওয়া যায় তবেই তাদের গ্রেফতার দেখানো হবে।
প্রসঙ্গত গত রোববার সকালে নগরীর জিইসি মোড় সংলগ্ন ওয়েল ফুডের সামনে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।