
ঢাকা : করোনার সংক্রমণের নিম্নমুখী ধারার মধ্যেই নতুন করে শঙ্কা তৈরি করেছে চীনে ছড়িয়ে পড়া ভাইরাসটির নতুন উপধরন বিএফ-৭। সম্প্রতি চীন থেকে বাংলাদেশে আসা চারজনের করোনা শনাক্তের পর আতঙ্ক আরও বেড়ে যায়। তবে দেশে করোনার নতুন উপধরন এখনো শনাক্ত হয়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. তাহমিনা শিরিন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তাহমিনা শিরিন জানান, দেশে করোনার নতুন উপধরন বিএফ-৭ এর উপস্থিতি পাওয়া যায়নি। চীন থেকে আসা কোভিড পজিটিভ চারজনের জিনোম সিকোয়েন্সের ফল চলতি সপ্তাহ কিংবা আগামী সপ্তাহের শুরুর দিন মিলতে পারে। একইসঙ্গে সারাদেশ থেকে করোনা আক্রান্ত রোগীদের নমুনা জিনোম সিকোয়েন্স করার জন্য আইইডিসিআরে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
ওমিক্রনের নতুন উপধরন বিএফ-৭ এর প্রভাবে চীন, ভারতসহ বিভিন্ন দেশে আবারও করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করে। এই অবস্থায় দেশের সব কোভিড ডেডিকেটেড হাসপাতালসহ অন্যান্য হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার জন্য স্বাস্থ্য অধিদফতরকে পরামর্শ দেয় কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
এরই অংশ হিসেবে দেশের সকল প্রবেশ পথে স্ক্রিনিং কর্মসূচি জোরদার করে স্বাস্থ্য অধিদফতর। এরই মধ্যে চীন থেকে আসা চার রোগীর দেহে করোনা শনাক্ত হয়। পরে তাদের রাজধানীর ডিএনডিসিসি কোভিড হাসপাতালে আইসোলেশনে রাখার পাশাপাশি জিনোম সিকোয়েন্সের জন্য নমুনা আইইডিসিআরে জামা দেওয়া হয়।
