
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় ৬ হাজার ৮৮৪ বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস (ওএইচসিএইচআর)। আর মোট বেসামরিক হতাহতের সংখ্যা প্রায় ১৮ হাজার।
ওএইচসিএইচআর জানিয়েছে, নিহত ৬ হাজার ৮৮৪ জন বেসামরিক নাগরিকের মধ্যে পুরুষ ২ হাজার ৭১৯ জন এবং নারী ১ হাজার ৮৩২ জন। এছাড়া কিশোর ২১৬ জন, কিশোরী ১৭৫ জন, শিশু ৩৮ জন এবং প্রাপ্তবয়স্ক ১ হাজার ৯০৪ জন রয়েছেন, যাদের লিঙ্গ পরিচয় জানা যায়নি।
সংস্থাটি জানিয়েছে, আহত হয়েছেন ১০ হাজার ৯৪৭ জন। যাদের বেশিরভাগই দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের বাসিন্দা। এ দুটি এলাকায় নিহত হয়েছেন ৪ হাজার ৫২ জন এবং আহত হয়েছেন ৫ হাজার ৬৪৩ জন।
জাতিসংঘ বলছে, বেসামরিক নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। যুদ্ধ চলমান থাকার কারণে অনেক এলাকার তথ্য পাওয়া যাচ্ছে না। এছাড়া বেশকিছু জায়গা রয়েছে যেখানকার অবস্থা সম্পর্কে কোনো তথ্য মিলছে না।
ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেন ইয়েনিনের মতে, রাশিয়া আক্রমণ করার পর থেকে গ্যাস পাইপলাইন, পাওয়ার সাবস্টেশন এবং সেতু সহ ইউক্রেনের প্রায় ৭০০টি গুরুত্বপূর্ণ অবকাঠামো সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার এক টেলিভিশন সাক্ষাতকারে ইয়েনিন বলেছেন, রাশিয়ান হামলার ফলে দেশ জুড়ে ৩৫ হাজারেরও বেশি স্থাপনা ধ্বংস হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়া এ যুদ্ধে জেতার জন্য মরিয়া হয়েছে উঠেছে। আমাদের আশঙ্কা যেকোনো সময় আরো বড় পরিসরে হামলা শুরু করতে পারে রুশ বাহিনী। যেভাবেই হোক রাশিয়া আমাদের অন্ধকার যুগ পাঠাতে চায়।’
