সাংসদ মোস্তাফিজুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি আ.লীগের

চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীর সরকারদলীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তার দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং উপজেলা নির্বাচনী কর্মকর্তার ‘মনগড়া’ বক্ত্যব্যের তদন্তপূর্বক শাস্তির দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় নির্বাচন কর্মকর্তার কাছে পার্র্শ্ববর্তী পেকুয়া উপজেলা থেকে ৮৫০ জনকে কেন ভোট গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয়। তিনি বাঁশখালীতে লোকবলের অভাবের কারণে পেকুয়া থেকে আনা হয় বলে জানান। কিন্তু প্রকৃতপক্ষে বাঁশখালী উপজেলার অনেক শিক্ষককে দায়িত্ব দেননি ওই নির্বাচন কর্মকর্তা।

তিনি বলেন, নির্বাচন কর্মকর্তাকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা। ১ জুন সাংসদ উপজেলা সদরে গেলে তার কাছে বিভিন্ন প্রার্থী নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন। পরবর্তী সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাহেদুল ইসলামের কাছে সাংসদ অভিযোগ সম্পর্কে জানতে চান। তখন তিনি উত্তেজিত হয়ে বলেন, এর জবাব নির্বাচন কমিশনকে দেবেন। এ সময় কয়েকজন প্রার্থী ঘুষ গ্রহণের অভিযোগ তুলে জাহেদুলের দিকে তেড়ে যান। তখন সাংসদ দুই পক্ষকে শান্ত করেন। ওই ঘটনার পর নির্বাচন কর্মকর্তা জাহেদুল ইসলাম তাকে সাংসদ লাঞ্ছিত করেছেন বলে অতিরঞ্জিত করেন। পরে মিথ্যা ফৌজদারি মামলাও করেন। আমরা এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

বাঁশখালী পৌরসভার মেয়র সেলিমুল হক চৌধুরী বলেন, মোস্তাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে উপজেলার সচেতন জনগণ, ছাত্র ও যুব সমাজ ঐক্যবদ্ধ। কিন্তু কিছু কিছু অচল নেতা সচল হবার জন্য নন ইস্যুকে ইস্যু বানিয়ে রাজনীতিতে আবিভর্’ত হবার হবার স্বপ্ন দেখছেন। এমনকি আওয়ামী লীগের দুস্কৃতিকারীরা ইউপি নির্বাচনে নিজ দলের প্রার্থীদের হারানোর জন্য জামায়াতের সঙ্গে মিলে গেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য সাইফুদ্দীন আহমেদ রবি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খোরশেদ আলম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খোকা প্রমুখ।