চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় পেঠান শীল নামে এক বৃদ্ধের হাতে খুন হয়েছেন তার স্ত্রী ও নাতনী। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুটিবিলা তাঁতীপাড়ার শীলপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পুষ্প বালা (৫৫) ও সঙ্গীতা শীল (৩ মাস)। আহত হয়েছেন শান্ত শীলের স্ত্রী মণি বালা (৩০)।
মনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পেঠান শীলকে আটক করা হয়েছে।
লোহাগাড়া থানার এএসআই মেহের আলী বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পেঠান শীল অতর্কিতে প্রথমে তার স্ত্রী ও অন্যদের কোপাতে থাকে। ঘটনাস্থলে স্ত্রী ও নাতনীর মৃত্যু হয়। ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী পেটান শীলকে পিটুনি দিয়ে থানায় খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার এবং লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
