চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের সংঘর্ষ

চট্টগ্রাম: আধিপত্য বিস্তার নিয়ে আবারও চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে এ ঘটনা ঘটে।

এ সময় গুলির শব্দ শোনা যায়। এতে সাধারণ শিক্ষার্থী, পথচারী ও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। গতকাল মঙ্গলবারও ওই দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। উভয় পক্ষই চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।

চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আহতরা হলেন- মনির, পারভেজ, জাহিদ, দোলন দে, সোহাগ, ইরফান, বাপ্পী, তৌহিদুল ইসলাম ও সুদীপ্ত। এদের অধিকাংশের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা মো. ওবায়দুল হকের অনুসারীরা আরেক নেতা কায়সার উদ্দিনের অনুসারীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। একপর্যায়ে ওবায়দুল হকের অনুসারীরা কায়সার উদ্দিনের অনুসারীদের ক্যাম্পাস থেকে বের করে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা দেড়টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হন ওবায়দুল হকের অনুসারীরা। এ সময় কলেজের পাশে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের সামনে তাঁদের ওপর হামলার চেষ্টা করেন কায়সারের অনুসারীরা। তখন দুইবার গুলির শব্দ শোনা যায়। পুলিশ এসে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং পথচারী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চকবাজার থানার ওসি নুরুল হুদা বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এক পক্ষ কলেজ ক্যাম্পাসের বাইরে পটকাজাতীয় কিছুর বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।