চট্টগ্রাম: চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ও চোলাই মদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার ভোরে ও বুধবার গভীর রাতে হাটহাজারী বাস স্ট্যান্ড, নগরীর শাহ আমানত সেতু ও ফিরিঙ্গী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শাহ আলম (২২), শাহজাহান (১৮), সুজন (১৮), হাবিব উল্লাহ (৪২) ও নুর মোহাম্মদ (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) জিল্লুর রহমান বলেন, রাঙামাটির কাউখালী থেকে ৫০০ লিটার চোলাই মদ নিয়ে চট্টগ্রাম আসার পথে হাটহাজারী পার্বতী স্কুল এলাকা থেকে শাহ আলম, শাহজাহান ও সুজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাসে করে চট্টগ্রামে আসেন হাবিব। বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় তাকে তল্লাশি করে এক হাজার ৯০০ ইয়াবা উদ্ধার করা হয়। কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজার থেকে দুই হাজার ইয়াবাসহ নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়।
