
ঢাকা : রাজধানীসহ দেশের বিভিন্ন গ্রাম-অঞ্চলে তীব্র শীত ও ঘনকুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুদিন ধরে রাজধানীতে কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদফতর বলছে, রাজধানী ঢাকাসহ খুলনা ও রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে গেছে।
বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর এ তথ্য জানান।
আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ বলেন, ‘সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা কমছে। ফলে শীত তীব্র আকার ধারণ করেছে। রাজধানীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার ফারাক মাত্র ৫.৫ ডিগ্রি সেলসিয়াস।’
প্রতিদিনই সর্বোচ্চর সঙ্গে সর্বনিম্নর ব্যবধান কমছে বলে জানান তিনি।
তরিকুল নেওয়াজ বলেন, ‘সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রার দূরত্ব যত কমবে শীতও ততই তীব্র হবে। তবে ঢাকা, খুলনা ও রাজশাহীতে প্রতিদিনই সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ব্যবধান কমছে।’
তিনি বলেন, ‘আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। গতকাল রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস।’
