ফতেয়াবাদে কাল শুরু হচ্ছে দুই দিনব্যাপী সুন্নী কনফারেন্স


চট্টগ্রাম : পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আগামীকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী সুন্নী কনফারেন্স।

এ উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন করেছে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন কমিটি এবং ইসলামী ছাত্রসেনা ১২ নং চিকনদণ্ডী ইউনিয়ন ও ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড শাখা।

কনফারেন্সের প্রথমদিন প্রধান অতিথি হিসেবে থাকছেন ঢাকার নেছারিয়া আলীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মুফতি মুহাম্মদ কাফিল উদ্দীন সরকার সালেহী। প্রধান আলোচক হিসেবে থাকবেন নিউইয়র্কের নর্থ ব্রংক্স ইসলামিক সেন্টারের পরিচালক ও খতিব ড. সাইফুল আজম বাবর আল আজহারী।

দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে থাকছেন চট্টগ্রাম নগরের খুলশী’র দারুল হুদা দরবার শরীফের পীর আল্লামা বেলায়েত হোসাইন আল- কাদেরী; প্রধান আলোচক হিসেবে থাকবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর।

এছাড়া দুই দিনব্যাপী এই সুন্নী কনফারেন্সে আরও প্রখ্যাত আলেম-উলামা উপস্থিত থাকবেন।