সীতাকুণ্ডে শিশুদের মৃত্যু তদন্তে দুই কমিটি

চট্টগ্রাম: সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় শিশুর মৃত্যুর এবং আরও শিশুর অসুস্থতার কারণ অনুসন্ধানে বৃহস্পতিবার দুটি কমিটি করা হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এবং সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তদন্ত কমিটিগুলো করা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবদুল মালেককে প্রধান করে গঠিত তিন সদস্যের কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আরেকটি কমিটি করা হয়েছে। এই কমিটির প্রধান করা হয়েছে সেখানকার এক চিকিৎসা কর্মকর্তাকে। তিন দিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

http://www.ekusheypatrika.com/2017/07/13/%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9c/