চাকরিবিধি লঙ্ঘনের দায়ে চসিকের প্রকৌশলীকে অব্যাহতি

চট্টগ্রাম: চাকরিবিধি ভঙ্গ করায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) এক প্রকৌশলীকে অব্যাহতি দেয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া শাহিন উল ইসলাম চৌধুরী চসিকের যান্ত্রিক বিভাগে অস্থায়ী সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা।

তিনি বলেন, সহকর্মীর সাথে অসম্মানজনক আচরণের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। সম্প্রতি এক সদস্যের তদন্ত কমিটি তার বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছে।চাকরিবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

‘ডোর টু ডোর’ প্রকল্পের কাজের জন্য যান্ত্রিক বিভাগের কয়েকজন চালককে গত মে মাসে নগরীর সাগরিকায় পদায়ন করা হয়। এ ঘটনায় একই বিভাগের কয়েকজন কর্মকর্তার সামনে নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাককে কটুক্তি করেন শাহিন উল ইসলাম চৌধুরী। এ বিষয়ে গত ৩ মে লিখিত অভিযোগ করেন সুদীপ বসাক।