চট্টগ্রাম: সমাজের সকল ভালো কাজের সাথে ছাত্রলীগের অংশগ্রহণ প্রত্যাশা করে নেতাকর্মীদের প্রতি কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ বলেছেন, ‘এমন কোন কাজ করা যাবে না, যাতে করে ছাত্রলীগের দুর্নাম হয়।’
কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার বিকালে আজিম পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হলে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বানও জানান অনুষ্ঠানের প্রধান অতিথি শাহেদুর রহমান শাহেদ।
চরপাথরঘাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাহ্উদ্দীন সাদ্দামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান হায়দারের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী সেলিম হক।
অন্যান্যের বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আব্দুল মালেক (রানা), চরপাথরঘাটা ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাজ্জাদ সাজিদ,আশরাফ আলী, শাহরিয়ার রাশেদ, রুবেল মাহিন, ইকবাল হোসেন, আমিনুল ইসলাম আমিন,খালিদ ইবনে হাবিন ছোটন, দেলোয়ার হোসেন জনি, নুরুল আলম, আশরাফ আলী মুন্না, রাসেল রাইন, ফয়সাল, মুন্না, আবির, মিজান, রিয়াজ, বাপ্পি, কামাল প্রমুখ।
