
গাজীপুর : আজ রোববার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে টঙ্গীর তুরাগ তীরে চলমান ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল ১১টার মধ্যে মোনাজাত হতে পারে বলে জানিয়েছেন ইজতেমার শীর্ষ আয়োজকরা।
তীব্র শীত উপেক্ষা করেও দীর্ঘ পথ পায়ে হেঁটে গাজীপুর, সাভার ও উত্তরাসহ আশপাশের এলাকার মুসল্লিরা মোনাজাতে যোগ দিতে ময়দানে এসেছেন। আখেরি মোনাজাতে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে ১৬০ একর মাঠে তৈরিকৃত প্যান্ডেল ছাড়িয়ে ঢাকা—ময়মনসিংহ মহাসড়ক, আব্দুল্লাহপুর আশুলিয়া সড়কসহ বিভিন্ন সড়ক ও আশপাশের ভবন, তুরাগ নদে নৌকায় বসে অপেক্ষা করছেন মুসল্লিরা।
আজ ফজরের নামজের পর চলছে হেদায়েতীবয়ান। উর্দুতে বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়েতী। আর বাংলায় তরজমা করে শোনান মাওলানা যোবায়ের আহমদ।
আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরা মানুষদের যাতায়াতের জন্য বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে।
এরপর ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে ৫৬তম বিশ্বইজতেমার দ্বিতীয় পর্ব। ভারতের সাদকান্দলভিপন্থিদের অয়োজন ও অংশগ্রহণে বিশ্বইজতেমার দ্বিতীয় পর্ব।
