চট্টগ্রাম: র্যাবকে বাংলাদেশের জন্য ‘আল্লাহর রহমত’ বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগ দলীয় চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ। একই সাথে বিচারবহির্ভূত হত্যাকান্ডকে সমর্থন করে বক্তব্য রাখেন তিনি।
শনিবার র্যাব-৭ চট্টগ্রামের কার্যালয়ে ‘মাদকদ্রব্য ধ্বংস কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
এম এ লতিফ বলেন, র্যাব সন্ত্রাসীর জন্য আতঙ্কের নাম, সাধারণ মানুষের জন্য স্বস্তির নাম। র্যাবকে আমি এভাবে এব্রেভিয়েট করি- ‘আর’ অর্থ রহমত, ‘এ’ অর্থ আল্লাহ, ‘বি’ ফর বাংলাদেশ- রহমত অব আল্লাহ ফর বাংলাদেশ, আরএবি (র্যাব)।
তিনি বলেন, পুলিশ বা র্যাব যখন ওই নরপশুগুলোকে ‘হান্ট ডাউন’ করে তখন আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী টেলিভিশনের টক শো তে বসে সমালোচনা করতে থাকে- বিনা বিচারে হত্যা করা হচ্ছে। বিনা বিচারে কোনো মানুষকে হত্যা করা হচ্ছে না। বিনা বিচারে যাদের হত্যা করছে, তারা মানুষরূপী পশু। যে সমস্ত বুদ্ধিজীবীরা ওই নরপশুদের পক্ষ নিয়ে আইনের প্রশ্ন তোলেন, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই- আজকে আমার ভাই, বোন, বাবা সন্ত্রাসীদের হাতে নিহত হল, অপহৃত হল, তাদের ব্যাপারে আপনাদের বক্তব্য কী?
তিনি আরও বলেন, একেকজন অপরাধীর নামে একাধিক মামলা থাকে। ১০, ২০, ১৫ এরকম অনেকের অনেক মামলা থাকে। কিন্তু আইনের ফাঁক-ফোকর দিয়ে এসমস্ত অপরাধীগুলো বেরিয়ে আসে। অন্য কোনোভাবে সরকারের নিয়ন্ত্রণের সুযোগ নাই বিধায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে এসমস্ত গুরুতর অপরাধীগুলোকে ‘হান্ট ডাউন’ করার মধ্য দিয়ে তাদের মনে সন্ত্রাসের জন্ম দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মানুষের জন্য স্বস্তির সৃষ্টি করতে হয়। দেশের মানুষ তাদের জন্য দোয়া করে। সেই ‘হান্ট ডাউনটা’ র্যাব করুক, আর পুলিশ করুক।
র্যাব-৭ সদর দফতরে আয়োজিত এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আতাহার আলী, চট্টগ্রাম মহানগর কমিশনার ইকবাল বাহার বক্তব্য রাখেন।
