কাউন্সিলর আজমের মায়ের কবরে এমপি বাদলের শ্রদ্ধাঞ্জলি

চট্টগ্রাম: চান্দগাঁও থানা বিএনপির সভাপতি ও মোহরা ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজমের সদ্য প্রয়াত মা হোসনে আরার কবর জিয়ারত করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য ও জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদল।

শনিবার বিকেলে মরহুমার পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করে মোনাজাতে অংশ নেন এবং তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এমপি বাদল।

পরে কাউন্সিলর আজমের বাসভবনে গিয়ে মরহুমার শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান স্থানীয় এমপি বাদল।

এসময় তাঁর সাথে ছিলেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কবি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্টান্ডার্ড ব্যাংকের পরিচালক জাহেদুল হক, কাউন্সিলর মোহাম্মদ আজম, মোহরা মুজিব সৈনিকের আহ্বায়ক আসফাক হোসাইন খান প্রমুখ।