কর্ণফুলীতে ‘সততা স্টোর’

চট্টগ্রাম: বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে আলমারিতে থরে থরে সাজানো রয়েছে খাতা, কলম, চক, পেন্সিল, স্কেল বক্সসহ নানাবিধ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী। রয়েছে টিফিন সামগ্রী চিপস, বিস্কিট, লজেন্স, সুইংগামসহ হালকা খাবার। কিন্তু কোন বিক্রেতার দেখা নেই। শিক্ষার্থীরা মূল্য তালিকা দেখে পছন্দমতো পণ্য কিনছে। আর ওই দোকানের রক্ষিত একটি বাক্সে পরিশোধ করছে নির্ধারিত মূল্য। বিক্রেতাহীন এই দোকানের নাম রাখা হয়েছে ‘সততা স্টোর’।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুসারে খোয়াজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলার প্রথম এই বিক্রেতাবিহীন ষ্টোর চালু করা হয়।

শনিবার বিকেলে ষ্টোরটি উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দক্ষিণ জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ।

এসময় উপস্থিত ছিলেন ১নংওয়ার্ড চরপাথরঘাটা ইউপি সদস্য এম সাইফুদ্দিন মানিক, সমাজ সেবক শিমুল চৌধুরী, নাজিম উদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলি।

উদ্বোধনী বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দক্ষিণ জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ বলেন, সততা স্টোরের উদ্দেশ্য হলো সদা সত্য কথা বলা অনুশীলন করে শিক্ষার্থীদের মাঝে সততা প্রতিষ্ঠা করা। এর তাদের মাধ্যমে নৈতিক গুণাবলী সমূহ জাগ্রত করা।