চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় আটক চারজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে ওই চারজনের পরিচয় ও তাদের কোথা থেকে, কখন ধরা হয়েছে- তা জানায়নি পুলিশ।
সোমবার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার জানান, এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত গত রোববার সকালে নগরীর জিইসি মোড় সংলগ্ন ওয়েল ফুডের সামনে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
