মাদক ব্যবসায়ীর পক্ষে ‘সুপারিশ’ করলে আটক করুন : স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম: আটক হওয়া মাদক ব্যবসায়ীর পক্ষে থানায় যারা ‘সুপারিশ’ করবে তাদের আটক করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গীবাদ দমনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগনও জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় বদলে যাচ্ছে প্রিয় বাংলাদেশ।

পুলিশ কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, থানায় মাদক ব্যবসায়ীর পক্ষে যারা সুপারিশ করবে তাদের আটকে দিন। মাদক একটি সর্বনাশী নেশা। এটি দেশ ও যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স ঘোষিত আছে।

মন্ত্রী আরো বলেন, আমাদের ফায়ার সার্ভিস এখন শুধু আগুনই নেভায় না। তারা দেশের প্রয়োজনে সব ধরনের প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ইয়াবা একটি সর্বনাশা মাদক। এই ইয়াবা এখন আনোয়ারায় মহামারী আকার ধারণ করেছে। তাই এর লাগাম টেনে ধরা দরকার। যারা এ কাজ করবে তাদের আইনের আওতায় আনা হোক।

র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, বাংলাদেশের ফায়ার সার্ভিস সব কাজ করছে। শুধু আগুন নিয়ন্ত্রনই নয় তারা দুর্যোগে জনগনের পাশে দাঁড়াচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি কুসুম দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল জলিল ও সরকারের যুগ্ম সচিব এবং ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আবদুর রাজ্জাক।

এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, কোস্ট গার্ডের পূর্ব জোনের ক্যাপ্টেন শহীদুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার এমরান ভূইয়া, আনোয়ারার ইউএনও গৌতম বাড়ৈ আনোয়ারা সার্কেলের এএসপি মফিজ উদ্দিন, আনোয়ারা ওসি দুলাল মাহমুদ ও ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন।

রাজনীতিবিদদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, জেলা পরিষদ সদস্য রেহানা ফেরদৌস চৌধুরী, আনোয়ারার ভাইস চেয়ারম্যান মৃণাল খর, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, পরৈকোড়া ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ মিয়া, বৈরাগ ইউপি চেয়ারম্যান মোহাম্ম সোলায়মান, বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী, বারশত ইউপি চেয়ারম্যান এ এ কাইয়ুম শাহ, চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরু, আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি রাসেল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ছৈয়দ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদার ও আনোয়ারা কলেজ ছাত্রলীগের সভাপতি এম. নজরুল ইসলাম।