আহমদ শফী হাটহাজারী মাদরাসার আমৃত্যু মহাপরিচালক

চট্টগ্রাম: আমৃত্যু হাটহাজারী কওমি মাদরাসার মহাপরিচালকের দায়িত্বে থাকবেন হেফাজতের আমির শাহ আহমদ শফী। শনিবার মাদরাসার সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি ‘মজলিসে শুরা’র বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে মজলিশে শুরার সদস্যরা একমত পোষণ করে বলেন, বর্তমান মহাপরিচালকের জীবদ্দশায় কাউকেই ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্বে নিয়োগ দেওয়া হবে না। আহমদ শফীর ব্যক্তিগত সহকারী মুনির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার সকাল ৯টায় মাদরাসার মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো হুজুরের (শাহ আহমদ শফী) জীবদ্দশায় কাউকে ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্বে নিয়োগ দেওয়া হবে না।’

সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়, শাহ আহমদ শফী হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের দায়িত্ব থেকে অবসর নিচ্ছেন। ওই প্রচারণাকে কেন্দ্র শনিবার সকাল ৯টায় মাদরাসার সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি ‘মজলিসে শূরা’র বৈঠক অনুষ্ঠিত হয়। অন্য সিদ্ধান্তগুলো হলো-বর্তমান মহাপরিচালক শাহ আহমদ শফী শারীরিক অসুস্থতার দিকটি বিবেচনায় এনে তাকে দৈনন্দিন কাজে সহযোগিতা করার জন্য হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরীকে সহযোগী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে মাদরাসার প্রধান মুফতি নূর আহমদকে শিক্ষাসচিব এবং আনাস মাদানীকে সহকারী শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

বৈঠকে প্রতিষ্ঠানের শিক্ষা বিভাগ, হিসাব বিভাগ ও উন্নয়নমূলক কর্মকা-ের ওপর দীর্ঘ পর্যালোচনা ও নিরীক্ষা করা হয়। এ সময় উপস্থিত শূরা সদস্যরা শাহ আহমদ শফীর সুদক্ষ পরিচালনায় দারুল উলুম হাটহাজারী মাদরাসার অভূতপূর্ব উন্নতি, প্রশাসনিক শৃঙ্খলা এবং স্বচ্ছ ও সুন্দর ব্যবস্থাপনার জন্য ভূয়সী প্রশংসা করেন।