রাঙ্গুনিয়া পৌরসভার বাজেট ঘোষণা

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এতে চলতি অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করা হয় ১৭ কোটি টাকা। সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে মেয়র মো. শাহজাহান সিকদার এ বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে উন্নয়ন খাতে ১১ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ৬৩১ টাকা। সাধারণ সংস্থাপন খাতে ১ কোটি ৭৩ লাখ ২০ টাকা ব্যয় ধরা হয়েছে। রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৯৬ লাখ ৫০ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। সরকার হতে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ২৯ লাখ ৯ হাজার ৫২০ টাকা।

বাজেটে মোট আয় ১৩ লাখ ৭১ হাজার ৬৯ হাজার ৫২০ টাকা। প্রারম্ভিক স্থিতি ৪ কোটি ২ লাখ ৩০ হাজার ১১১ টাকাসহ সর্বমোট আয় ধরা হয়েছে ১৭ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ৬৩১ টাকা। অন্যদিকে মোট ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৭০ লাখ ৮৫ হাজার। সমাপনী স্থিতি ৪ কোটি ৩ লাখ ১৪ হাজার ৬৩১ টাকাসহ সর্বমোট ব্যয় ধরা হয় ১৭ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ৬৩১ টাকা।

মেয়র মো. শাহজাহান সিকদার বলেন, আমাদের সাধ আছে। কিন্তু সাধ্য সীমিত। তবুও হাজারো বাধা পেরিয়ে পিছু না হটে আমরা উন্নয়নের অগ্রগতির দিকে এগিয়ে চলেছি। পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকায় সড়কবাতির ব্যবস্থা করেছি। গোচরা বাজার থেকে রাঙ্গুনিয়া কলেজ পর্যন্ত চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কে সড়কবাতির কাজ শেষ হয়েছে। সড়ক বাতিগুলোতে সৌর বিদ্যুতায়নের মহাপরিকল্পনা নিয়েছি।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন করা হয়েছে। সম্প্রতি সরকারের কাছ থেকে দুইটি রোড় রোলার, দুইটি গার্ভেজ ট্রাক ও একটি পে লোডার পেয়েছি। এর ফলে ময়লা-আবর্জনা সংগ্রহ ও যথাস্থানে ফেলার কাজে আরও গতি আসবে। পৌরসভার জন্য ২০ বছর মেয়াদী মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ সম্পন্ন হতে চলেছে। পৌর অডিটরিয়াম নির্মাণের লক্ষে দশমিক ৮৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।

বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কামরুল ইসলাম চৌধুরী, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সচিব মো. আল হেলাল ও হিসাব রক্ষণ কর্মকর্তা আলী মো. এরশাদ প্রমুখ।