
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালীতে শেখ কামাল আন্তঃস্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়েছে।
আজ রবিবার উপজেলার ৯৬ জন বিজয়ী অ্যাথলেটের হাতে পুরস্কার তুলে দিয়ে পক্ষকালব্যাপি এ ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি টানেন ইউএনও মোহাম্মদ মামুন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম।
এতে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, মোহাম্মদ মোকারম, শফিউল আজম শেফু, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, বিশ্বজিৎ বড়ুয়া প্রমুখ।
প্রাথমিক পর্যায়ে উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক অ্যাথলেট তিনটি ভেন্যুতে এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তিন ভেন্যুর বাছাইকৃতদের নিয়ে চূড়ান্ত পর্ব ছিল রবিবার।
