
চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রাহকের ১ কোটি ৫৯ লাখ ১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ইফতেখারুল কবির নামের এক ব্যাংক কর্মকর্তাকে (সাময়িক বরখাস্ত) ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ ছাড়া তাকে ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই রায়ে তাঁর দুই সহযোগী জাকের হোসেনকে আট বছর এবং আবদুল মাবুদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
সাজাপ্রাপ্ত ইফতেখারুল কবির ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) ও আর নিজাম রোড শাখার সাবেক ব্যবস্থাপক ছিলেন।
দুদকের আইনজীবী মুজিবুর রহমান বলেন, সাবেক ব্যাংক কর্মকর্তা ইফতেখারুল কবিরকে বিভিন্ন ধারায় ২৯ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাকে ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সঙ্গে তার দুই সহযোগীকেও কারাদণ্ড দেওয়া হয়।
