সন্ত্রাসীদের কাছে অর্থ যাচ্ছে সৌদি থেকে : পেন্টাগন

ঢাকা: সৌদি আরবের বেশ কিছু নাগরিক ও প্রতিষ্ঠান মুসলিম দুনিয়ার বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনকে নিয়মিত অর্থ সরবরাহ করছে বলে অভিযোগ করেছে পেন্টাগন। মার্কিন সরকারের বার্ষিক প্রতিবেদনে এই অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

এ ব্যাপারে আল-জাজিরা টেলিভিশন জানিয়েছে, একদিকে যেমন সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, অন্যদিকে সন্ত্রাসদমনে ব্যাপক চেষ্টা চালাচ্ছে কাতার। আমেরিকার বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে কাতার গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিল। পাশাপাশি বিশ্বের অন্য সমস্ত সন্ত্রাস-বিরোধী দেশগুলোর সঙ্গে চমৎকারভাবে সহযোগিতা করেছিল।

আল-জাজিরার দাবি অনুযায়ী পেন্টাগন জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে অর্থ জোগানের বিরুদ্ধে কাতার অগ্রগতি করছে। পাশাপাশি শঙ্কা করা হয়েছে, কাতার থেকে বেসরকারিভাবে সন্ত্রাসবাদীদের কাছে অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে। একই সঙ্গে আরো জানানো হয়েছে, সৌদি আরব থেকে প্রচুর পরিমাণে অর্থ পৌঁছে যাচ্ছে সন্ত্রাসবাদীদের কাছে। যদিও মার্কিন সরকারের এই অভিযোগ অস্বীকার করেনি সৌদি সরকার। তারা বলছে, এই ধরণের অর্থ জোগান দেওয়ার প্রচেষ্টা বন্ধ করেছে সৌদি সরকার। এ ব্যাপারে মার্কিন সরকারকে সবরকম সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।