আবিদা ইসলাম দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূত

ওমর ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়া : চৌকস ও মেধাবী কূটনীতিক আবিদা ইসলাম দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন।

বাংলাদেশ সরকার সম্প্রতি তাকে এই নিয়োগ দেন। তিনি রাষ্ট্রদূত জুলফিকার আলীর স্থলাভিসিক্ত হলেন।

নতুন রাষ্ট্রদূত আবিদা ইসলাম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। কর্মজীবনে তিনি কোলকাতার বাংলাদেশ দূতাবাসে ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি লন্ডনে বাংলাদেশ মিশন, কলম্বো ও ব্রাসেলসে বিভিন্ন পদে চাকরি করেন। সবশেষ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমেরিকা) হিসেবে দায়িত্ব পালন করেন।

আবিদা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ও অষ্ট্রেলিয়ার মনাস বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী নেন।

অন্যদিক জুলফিকার আলীকে ব্রাজিলে বদলি করা হয়। জুলফিকার আলী তুরস্কের রাষ্ট্রদূত থাকাকালীন সময়ে তুর্কি সরকারের পররাষ্ট্র মমন্ত্রণালয় তাকে তলব করে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার বিষয়ে জানতে চান। এসময় তিনি বাংলাদেশের পক্ষে জোরালো বক্তব্য তুলে ধরেন।

পরবর্তীতে বাংলাদেশ সরকার তাকে কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। সফলতার সাথে দায়িত্ব পালন করায় সরকার তাকে ব্রাজিলে নিয়োগ দেন। ব্রাজিলে প্রয়াত কূটনীতিক মিজারুল কায়েসের শূন্য পদে পেশাদার এ কূটনীতিক কাজ করবেন।