চবিতে হলের কক্ষ দখল নিয়ে সংঘর্ষ, আহত ১২


চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রদের আবাসিক হলের কক্ষ দখল নিয়ে ছাত্রলীগের একাংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাত ১২টার পর চবি ছাত্রলীগের বিজয় গ্রুপের দুই অংশ আলাওল হলের একটি কক্ষ নিয়ে এই সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। রাত দেড়টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

এরপর প্রক্টরিয়াল বডি ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের এ ঘটনায় জড়িত বিজয় গ্রুপের দুটি অংশের নেতাকর্মীরা একে অপরকে দোষারোপ করছেন।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক শুভাশিস চৌধুরী বলেন, মারামারির ঘটনায় ১২ জন চিকিৎসা নিয়েছেন। একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোহরাওয়ার্দী হলের বিজয় গ্রুপের নেতা ও সহসভাপতি নজরুল ইসলাম বলেন, আলাওল হলে আমাদের পক্ষের ৫৭টি কক্ষ রয়েছে। ইলিয়াসের অনুসারীরা তার মধ্যে একটি কক্ষের তালা ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দখলে নিয়েছে। রাত দশটার দিকে আমরা যখন কক্ষ ফেরত চাইতে যাই আমাদেরকে তিরস্কার করা হয়েছে। আমরা যখন শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, তখন ইচ্ছাকৃতভাবে ইলিয়াসের অনুসারীরা আমাদের ওপর হামলা করে। এরপর আমরা প্রতিহত করেছি।

এসব অভিযোগ অস্বীকার করে বিজয়ের নেতা মোহাম্মদ ইলিয়াস জানান, এ ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছেন। তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।