চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিনি ট্রাক উল্টে আল মামুন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ভোরে চট্টগ্রামের সীতাকুন্ডের বার আউলিয়ায় এ ঘটনা ঘটে।
নিহত আল মামুন (২৬) সিরাজগঞ্জ জেলার কাজীর পাড়া থানার মাজনা বাড়ি গ্রামের ফজলুলের হকের ছেলে।
হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ওসি মো. কাইয়ুম আলী সরদার বলেন, মিনি ট্রাকে মালামাল নিয়ে সীতাকুন্ডে যাচ্ছিলেন মামুন। চালক ঘুমের ঘোরে থাকায় গাড়ির গতি বেশি ছিল। এক পর্যায়ে পাশে থাকা দুরপাল্লার বাসের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে মামুন ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনার পর চালক পালিয়ে যায়। মিনি ট্রাকটি আটক করা হয়েছে।
