চট্টগ্রামে বন্দুক-কার্তুজসহ দুইজন গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে একটি এক নলা বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দিনগত রাত ১টায় পাঠানটুলি এলাকায় একটি বাসায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. হায়দারুল আমীন মঞ্জু (৩৪) ও বাবুল পাল (৩১)।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঠানটুলি এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মঞ্জু মিরসরাই, সীতাকুন্ড ও ঢাকার বংশাল থানায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।