চট্টগ্রাম: চট্টগ্রামে দুই ডাকাত দলের গুলি বিনিময়ের পর আব্দুর রহমান নামে এক দুর্ধর্ষ ডাকাতের মরদেহ পেয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিও উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাত তিনটার দিকে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চূড়ান্তমুড়া পাহাড়ে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান (৫০) বাঁশখালী উপজেলার মধ্যম পুঁইছড়ি গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় ১২টি ডাকাতি মামলা, তিনটি অস্ত্র মামলা এবং দুটি চাঁদাবাজির মামলা আছে।
বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন বলেন, দুর্গম পাহাড়ে ডাকাত দলের দুই গ্রুপে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, ৬ রাউন্ড কার্তুজ এবং ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া পাঁচটি রাম দা এবং কয়েক জোড়া জুতা পাওয়া গেছে।
